পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৭, ২০২০
১১:৪০ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২০
১১:৪০ অপরাহ্ন



পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের প্রতিবাদসহ স্বাস্থ্যখাতে দুর্নীতি ও করোনার বরাদ্দে লুটপাটের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখা জেলা শহরের আলফাত স্কয়ারে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

সুনামগঞ্জ জেলা কৃষক সমিতির আহ্বায়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়নের কলেজ শাখার সাধারণ সম্পাদক নিমাই সরকারের পরিচালনায় প্রতিবাদ কর্মসুচিতে বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমেদ, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, জেলা ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক শাহজালাল সুমন, কৃষকনেতা পাণ্ডব দে, বিশ্বম্ভরপুর উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা সুমন চন্দ্র শীল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয়, নারীনেত্রী লাইজু বেগম প্রমুখ।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত পাট শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করা না হবে, ততদিন পর্যন্ত পাটকল বন্ধ করা যাবে না। প্রয়োজনে পাটকলগুলো ব্যবস্থাপনায় পরিবর্তন ও সংস্কারের দাবি জানানা বক্তারা।

 

এসএস/আরআর-০৫