তাহিরপুর প্রতিনিধি
জুলাই ০৮, ২০২০
০৫:২২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২০
০৫:২২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মাদকবিরোধী এক মতবিনিময় সভা করেছেন।
আকজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বড়দল (উত্তর) ইউনিয়নের রাজাইচক বাজার প্রাঙ্গণে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবুল কাসেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেরন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, বড়দল (উত্তর) ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাসুক মিয়া, এসআই দ্বীপঙ্কর কান্তি বিশ্বাস, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, রাজাই এলাকাবাসীর পক্ষে আ. মোতালিব ও বাচ্চু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সদস্য আবির হাসান-মানিক, এসআই পাপেল রায়, বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই রাজু কুমার বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য সম্রাট মিয়া, চাঁনপুর বাজার বণিক সমিতির সভাপতি রাজা মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকাসহ পুরো উপজেলায় মাদক, চোরাচালান, ইভটিজিং প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।
এএইচ/আরআর-১৪