দাবাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে চান ড. বেনজীর

খেলা ডেস্ক


জুলাই ০৮, ২০২০
০২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০২:৫৬ পূর্বাহ্ন



দাবাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে চান ড. বেনজীর

দেশব্যাপী দাবা খেলাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে চান বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), বাংলাদেশ চেস ফেডারেশন (বিসিএফ) ও সাউথ এশিয়ান চেস কাউন্সিল (এসএসিসি) প্রেসিডেন্ট ড. বেনজীর আহমেদ।
দাবা খেলার মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে টেকসই পার্টনারশিপ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। এসএসিসি প্রেসিডেন্ট বেনজীর আহমেদ সোমবার রাতে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে জুমে (ভার্চুয়াল) প্রি-বোর্ড এসএসিসি বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন।
সভায় এসএসিসি'র চিফ এক্সিকিউটিভ অরুণ মুথুস্যামি, ফিদে প্রেসিডেন্ট'স এডভাইজার ও এসএসিসি অবজারভার বেরিক বালগাবায়েব, যুক্তরাজ্যের দাবা কনসালট্যান্ট মিসেস শ্যারন হোয়াটলি, স্পেনের দাবা কনসালট্যান্ট লুইস ব্লাসকো দে লা ক্রুজ অংশগ্রহণ করেন।
যুক্তরাজ্য ও স্পেনের দাবা কনসালট্যান্টগণ জিব্রাল্টার এবং স্পেনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দাবাকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাদের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন। দাবার মাধ্যমে ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর কথাও তারা বলেন।
দাবা কনসালট্যান্টগণকে ধন্যবাদ জানিয়ে এসএসিসি প্রেসিডেন্ট বেনজীর আহমেদ বলেন, ‘দাবার উন্নয়নের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা আমাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচনের সুযোগ ঘটাবে। আমরা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে শিশু-কিশোরদের জন্য স্কুল পর্যায়ে দাবাকে জনপ্রিয় করে তুলতে চাই।’ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও রেস্টুরেন্ট, ক্যাফে, মাঠে ময়দানে দাবাকে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ চেস ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম এ সময় উপস্থিত ছিলেন।
এএন/০১