প্রিমিয়ার লিগে মরিনহোর ডাবল সেঞ্চুরি

খেলা ডেস্ক


জুলাই ০৮, ২০২০
০৩:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০৩:৪৮ পূর্বাহ্ন



প্রিমিয়ার লিগে মরিনহোর ডাবল সেঞ্চুরি

আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে হার মেনেছিল টটেনহ্যাম হটস্পার। তিন পয়েন্ট খোয়ানোর তেতো অভিজ্ঞতাটা পরের ম্যাচেই ভুলে গেল স্পার শিবির। ফিরল জয়ের ধারায়। নিজেদের মাঠে প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে পেয়েছে ১-০ গোলের ঘাম ঝরানো জয়। কষ্টার্জিত এ জয় দিয়েই কোচিং ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করলেন হোসে মরিনহো।
স্পেশাল ওয়ান পর্তুগিজ কোচ হোসে মরিনহো প্রিমিয়ার লিগে জয়ের ডাবল সেঞ্চুরি করলেন।  কোচিং ক্যারিয়ারে নতুন এই মাইলফলক স্পর্শ জয়টি আসে প্রপিক্ষের আত্মঘাতি গোলে। সোমবার রাতে এভারটনের বিপক্ষে টটেনহ্যাম ১-০ গোলের জয় পায়। জয়টা আসে মাইকেল কিনের আত্মঘাতী গোলে। জিওভানি লো সেলসোর শট রুখতে গিয়ে মাইকেল ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে দেন।
ম্যাচের উত্তেজনা উপভোগের আনন্দ হারিয়েই যেতে বসেছিল মাঝ-বিরতির এক কাণ্ডে। স্পার গোলবারের অতন্দ্র প্রহরী হুগো লোরিস দৌড়ে গিয়ে ধাক্কা দেন সতীর্থ সন হেউং-মিনকে। দক্ষিণ কোরিয়ান ফরওয়ার্ড প্রতিক্রিয়া জানানোর চেষ্টাও করেন। কিন্তু সতীর্থরা দুজনকে শান্ত করেন। তবে মাঠের লড়াইয়ে কিন্তু দুজনের ঝগড়ার আঁচ পাওয়াই যায়নি। বরং ম্যাচ শেষে মাঠ ছাড়ার আগে একে অন্যের সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন।
এ জয়ে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে খেলার আশা এখনো জিইয়ে রেখেছে টটেনহ্যাম (৪৮ পয়েন্ট)। উঠে গেছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে। ষষ্ঠ স্থানে থাকা উলভসের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে এখন তারা। আর সমান ম্যাচ খেলে এভারটন (৪৪ পয়েন্ট) রয়েছে ১১তম স্থানে।
এএন/০২