ইরানের ইশতেগলাল ক্লাবের ১৬ জন করোনায় আক্রান্ত

খেলা ডেস্ক


জুলাই ০৮, ২০২০
০৫:৩১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০৫:৩১ পূর্বাহ্ন



ইরানের ইশতেগলাল ক্লাবের ১৬ জন করোনায় আক্রান্ত

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ২০০। ইরানের যা একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটির অন্যতম সেরা ক্লাব ইশতেগলালের ১১জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও এক স্টাফ আক্রান্ত হয়েছেন করোনায়। ইরানের সংবাদ সংস্থা 'ইরনা' জানিয়েছে 'খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ৬১জনের পরীক্ষা করা হয়।' তেহরানের হাসপাতাল মাসিয়া-দানচেভারির বিবৃতিও প্রকাশ করেছে তারা, 'পরীক্ষায় মোট ১২জনের—দলীয় চিকিৎসক ও খেলোয়াড়েরা—করোনায় সংক্রমিত হওয়া ধরা পড়েছে।' ইশতেগলালের অনুরোধেই করোনা পরীক্ষা করা হয় খেলোয়াড়দের।
করোনা মহামারিতে প্রায় চার মাস বন্ধ ছিল ইরানের ঘরোয়া ফুটবল লিগ। ২৫ জুন লিগ পুনরায় মাঠে গড়ানোর পর টেবিলে ষষ্ঠ স্থানে আছে ইশতেগলাল। শুধু এ ক্লাবেই নয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্লাব ফুলাদ আহওয়াজের ১১ ফুটবলার করোনায় আক্রান্ত। এ ছাড়াও ক্লাবটির আরও ৫ জন স্টাফের করোনা শনাক্ত হয়েছে। একই ক্লাবের মোট ১৬জন করোনা পজিটিভ।
দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন ইশতেগলাল। যার একটি জিতেছিল ১৯৯১ সালে বাংলাদেশের মাটিতে।

এএন/০৫