এসি মিলান ৪-২ জুভেন্টাস

খেলা ডেস্ক


জুলাই ০৮, ২০২০
০৮:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০৮:০৩ পূর্বাহ্ন



এসি মিলান ৪-২ জুভেন্টাস

ইতালিয়ান শীর্ষ লিগ সিরি আ'তে এসি মিলানের কাছে ধরাশায়ী হয়েছে শিরোপা প্রত্যাশী জুভেন্টাস। প্রথমে দিকে মিলান দুই গোল পিছিয়ে ছিল। খেলার প্রথমার্ধ সমান তালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে তা আর ধরে রাখতে পারেনি রোনালদোরা। শেষ পর্যন্ত ২ গোলের ব্যবধানের জয় পায় এসি মিলান। ৬টি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতে আদ্রিয়াঁ রাবিওর একক নৈপুণ্যে এগিয়ে যায় জুভেন্টাস। ৫৩ মিনিটে জালের দেখা পান রোনালদো। চলতি আসরে পর্তুগিজ ফরোয়ার্ডের এটি ২৬তম গোল। দুই গোল পিছিয়ে পড়ার পরই জেগে উঠে মিলান খেলোয়াড়রা। আদায় করে নেয় টানা ৪টি গোল।
খেলার ধারার বিপরীতে ৬২ মিনিটে ব্যবধান কমায় মিলান। লিওনার্দো বোনুচ্চির হ্যান্ডবলের জন্য ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজার রেফারি। সফল স্পট কিকে দলকে ম্যাচে ফেরান ইব্রাহিমোভিচ। এই গোলে যেন বদলে যায় আগের ম্যাচে লাৎসিওকে হারানো মিলান। ৬৬ মিনিটে সমতা ফেরান ফ্রাঙ্ক কেসি। ইব্রাহিমোভিচের কাছ থেকে বল পেয়ে জুভেন্টাসের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে পাঠান কোত দা ভোয়ার। মিলান এগিয়ে যায় ৩-২ গোলে। শেষ গোলটি করেনন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও।
৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে জুভেন্টাস। আগে দিনের অবনমন অঞ্চলের দল লেসের বিপক্ষে ২-১ গোলে হারে লাৎসিও। ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। ৩১ ম্যাচে অষ্টম জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মিলান।
এএন/০৮