দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডিসি

দোয়ারাবাজার প্রতিনিধি


জুলাই ০৯, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন



দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডিসি

সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সড়ক ভেঙে গেছে। ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

আজ বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করেছেন। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বালু নদীর ব্রিজ, হকনগর সুইস গেইট, পেকপাড়া বিওপি ক্যাম্প (প্রস্তাবিত) ও রাস্তা, বোগলাবাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বোগলাবাজার বিওপি ক্যাম্প, সুইস গেইট ও রাস্তা পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল আহাদ।

পরিদর্শনের একপর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হকনগর স্মৃতিসৌধ এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় তিনি মুক্তিযুদ্ধে শহীদদের সমাধিস্থলও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন মানুষের খোঁজ-খবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার সমস্যা নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ২৮ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মকসুদুল আলম, বিএডিসির এক্সিয়েন ইঞ্জিনিয়ার প্রনজিত কুমার সাহা, দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম মাস্টার, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।

 

এইচএইচ/আরআর-১২