ওসমানীনগরে স্বাস্থ্যকর্মীসহ দুই নারী করোনায় আক্রান্ত

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৯, ২০২০
০৪:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২০
০২:২৮ অপরাহ্ন



ওসমানীনগরে স্বাস্থ্যকর্মীসহ দুই নারী করোনায় আক্রান্ত

সিলেটের ওসমানীনগরে একজন নারী স্বাস্থ্যকর্মী ও একজন বৃদ্ধা নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (৮ জুলাই) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে পৃথক রিপোর্টে এ দুজনের করোনা পজেটিভ আসে।

আক্রান্ত স্বাস্থ্যকর্মী হলেন উপজেলার উমরপুর ইউপির মাটিহানি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও দয়ামীর ইউপির কুরুয়া গ্রামের বাসিন্দা (৩০) এবং অন্যজন হলেন গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের এক বৃদ্ধা (৮০)। 

আক্রান্ত স্বাস্থ্যকর্মী সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ও নগরীকাপন গ্রামের বৃদ্ধা সিলেট নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা উভয়েই ৭ জুন নমুনা প্রদান করেছিলেন।

এ পর্যন্ত ওসমানীনগর উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১১ জনের। এরমধ্যে ২৪৯ জনের রিপোর্ট এসেছে। করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৪৫ জন এবং মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ৩৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ১০ জন।

ইউডি/বিএ-০৫