সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৯, ২০২০
০৭:১৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৯, ২০২০
০৭:১৩ অপরাহ্ন
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কাতারের দোহায় আটকাপড়া ১৫৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে এনেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টা ৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ফ্লাইটটিতে সবাই দোহা থেকে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেন। তাই কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।
বিএ-০৯