'স্বার্থপর' সালাহ‘র জোড়া গোলে জিতল লিভারপুল

খেলা ডেস্ক


জুলাই ০৯, ২০২০
০৮:১১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২০
০৮:১১ অপরাহ্ন



'স্বার্থপর' সালাহ‘র জোড়া গোলে জিতল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে ব্রাইটনকে। ম্যাচে জোড়া গোল করেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। অপর গোলটি করেন জর্ডান হেনডারসন। এই জয়ে মৌসুমে ১০০ পয়েন্ট অর্জন থেকে আর মাত্র ৮ পয়েন্ট দূরে অলরেডসরা। বুধবার রাতে জোড়া গোল করে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে নিজেকে আরও পোক্ত করলেন সালাহ। সর্বোচ্চ ২২ গোল করা জেমি ভার্ডির চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে আছেন এই মিসরীয় তারকা। সতীর্থ জর্ডান হেনডারসনকে দিয়েও গোল করিয়ে লিগে  লিভারপুলের হয়ে শততম গোলে ভূমিকা রাখলেন সালাহ। ১০৪ ম্যাচে ৭৩ গোল নিজে করার পাশাপাশি আরও ২৭ গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। স্টিভেন জেরার্ড, রবি ফাউলার, মাইকেল ওয়েনের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে এ নজির গড়লেন তিনি।

এদিকে, ম্যাচে ব্রাইটনের জালে সালাহ একাই ৮টি শট নেওয়ায় তাকে 'চরম স্বার্থপর' বলেই মনে করেন লিভারপুলের সাবেক মিডফিল্ডার গ্রায়েম সউনেস। তিনি মনে করেন গোল্ডেন বুট  পেতে মরিয়া সালাহ। সউনেস বলেন, যে কোনো ভালো ফরোয়ার্ডই গোলের লোভে পড়দে পারেন। এ কারণে আক্রমণভাগের সতীর্থ সাদিও মানের সঙ্গে তাঁর বোঝাপড়ায় অবনতি ঘটতে পারে বলেও করেন সাবেক এ ফুটবলার।

বুধবার রাতে অন্য ম্যাচগুলোতে ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউ ক্যাসলকে। বার্নলি ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যামকে। একই ব্যাবধানে ওলভসের বিপক্ষে জয় পেয়েছে শেফিল্ড ইউনাইটেড।

এএন/০৮