লেবু ছেঁড়ায় তাহিরপুরে প্রতিবন্ধী যুবককে লাঠিপেটা

তাহিরপুর প্রতিনিধি


জুলাই ১০, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন



লেবু ছেঁড়ায় তাহিরপুরে প্রতিবন্ধী যুবককে লাঠিপেটা

গাছ থেকে লেবু ছিঁড়ে ফেলার কারণে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জুলাই) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামে। 

আহত প্রতিবন্ধী যুবকের নাম মো. তৌফিক মিয়া। তিনি একই ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী যুবক তৌফিক মিয়া প্রতিদিন লোকজনের কাছ থেকে চেয়ে তার নিজের খাবার সংগ্রহ করেন। গতকাল বুধবার সকালে বাজারে যাওয়ার পথে তিনি ঠাকুরহাটি গ্রামের রাস্তার পাশে মৃত শামছুল হকের বাড়ির লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে হাতে নেয়। বিষয়টি দেখে ফেলেন শামছুল হকের ছেলে মুরাদ মিয়া ও সাজিদুর রহমান। এ সময় তারা রেগে গিয়ে তৌফিককে বেঁধে লাঠিপেটা করেন। এতে তৌফিকের বুক, পিঠ ও হাতে রক্তাক্ত জখম হয়।

ঘটনা শুনে গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জোসেফ আখঞ্জি আজ বৃহস্পতিবার আহত তৌফিককে ইউএনও কার্যালয়ে নিয়ে যান এবং জোসেফ আখঞ্জি বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেন।

জোসেফ আখঞ্জি বলেন, 'লেবু ছেঁড়ার অপরাধে প্রতিবন্ধী যুবককে বেঁধে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় আমি মর্মাহত হয়েছি। তাই স্বপ্রণোদিত হয়ে এ ঘটনার আইনের মাধ্যমে প্রতিকার চাইছি।'

অভিযুক্ত মুরাদ মিয়া বলেন, 'আসলে আমরা সবাই প্রতিবেশী। তৌফিক ভোরবেলা কাঁঠাল চুরি করতে এসেছিল। আমরা সবাই আত্মীয়-স্বজন। আমার কোনো ভুল হলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সংশোধন করব।'

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, 'প্রতিবন্ধী যুবককে মারধর করে জখম করেছে। স্থানীয় একজন তাকে উদ্ধার করে নিয়ে আসেন এবং বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। আহত তৌফিককে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।'

 

এএইচ/আরআর-০৯