শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক


জুলাই ১১, ২০২০
০৮:২১ অপরাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২০
০৮:২১ অপরাহ্ন



শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ

শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ। দুই বছর আগে হারানো শিরোপার কাছাকাছি চলে এসেছে জিদানের শিষ্যরা। স্প্যানিশ লিগের সর্বাধিক শিরোপা জয়ীদের ৩৪তম শিরোপা ঘরে তুলতে দরকার মাত্র দুটি জয়।

শুক্রবার রাতে নিজেদের মাঠ এস্তাদিও আলফ্রেডো দি স্তেফানোতে অতিথি দেপোর্তিভো আলাভেসকে ২-০ গোলে হারিয়ে শিরোপার হাত ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে কোচ জিনেদিন জিদানের দল।

পেনাল্টি থেকে লিগের শীর্ষে থাকা রিয়ালকে এগিয়ে নেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। সিমো নাভারো ফাউল করেন ফরল্যান্ড মেন্ডিকে। সুবাদে পেনাল্টিটি পেয়ে যায় স্বাগতিকরা।রিয়ালের জয়ের ব্যবধান দ্বিগুণ করেন মার্কো অ্যাসেনসিও। তাকে সহায়তা করেন বেনজেমা। যদিও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ভুল অফসাইড সিদ্ধান্তেই আসে এই গোল।

দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা (৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট) চার পয়েন্টে পিছিয়ে আছে। শনিবার রিয়াল ভ্যালাদোলিদের মাঠে বার্সা হারলে সোমবার গ্রানাডাকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিতে পারবে রিয়াল (৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট)। রিয়ালের বাকি এখন তিন ম্যাচ। এর মধ্যে দুই ম্যাচ জিতলে তো কথাই নেই। এক ম্যাচ জিতে বাকি দুটিতে ড্র করলেও লিগ শিরোপা ঘরে তুলতে পারবে সান্টিয়াগো বার্নাব্যু শিবির।

এএন/০৩