জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ১১, ২০২০
১১:০৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২০
১১:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনয়িনের মিলিক গ্রামে সংঘটিত কৃষক তছলিক মিয়া হত্যাকাণ্ডের মামলায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১১ জুলাই) তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের বারিক মিয়া (৫০) ও তার ছেলে সুমন মিয়া (৩০)।
পুলিশ জানায়, গত মে মাসে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন কৃষক তখলিছ মিয়া। এ ঘটনায় নিহতের ছেলে ১২ জনকে আসামি করে থানায় একটি হত্যা হামলা দায়ের করেন। ওই মামলার ৩ নম্বর আসামি বারিক মিয়া এবং ৭ নম্বর আসামি তার ছেলে সুমন মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে বালাগঞ্জের আসামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানার পুলিশ। এর পূর্বে ওই মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এএ/আরআর-০২