ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটন আর নেই

খেলা ডেস্ক


জুলাই ১২, ২০২০
১২:০৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২০
১২:১২ পূর্বাহ্ন



ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটন আর নেই

না ফেরার দেশে চলে গেলেন ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের ফুটবলার জ্যাক চার্লটন। ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ী সহোদর ববি চার্লটনের বড় ভাই ছিলেন তিনি। শুক্রবার ছিন্ন হয়ে যায় দুই ভাইয়ের জাগতিক বন্ধন। জ্যাক চার্লটনের সাবেক ক্লাব লিডস ইউনাইটেড আজ শনিবার খবরটি নিশ্চিত করেছে। ববির চেয়ে তিন বছরের বড় জ্যাক মারা গেছেন ৮৫ বছর বয়সে। ইংল্যান্ডের হয়ে ৬৬ এর বিশ্বকাপে সবগুলো ম্যাচেই রক্ষণভাগে বড় ভূমিকা ছিল এ সেন্ট্রাল ডিফেন্ডারের।

দেশের হয়ে ৩৫ ম্যাচ খেলা জ্যাক লিডসেরও কিংবদন্তি। প্রথম বিভাগ ছাড়াও এফএ কাপ জিতেছে লিডসের হয়ে। তার গোটা ক্লাব ক্যারিয়ারই কেটেছে এ ক্লাবে। 

আয়ারল্যান্ডের কোচ হিসেবেও ভালো সুনাম কুড়িয়েছিলেন জ্যাক। 'সেন্ট জ্যাক' উপাধি পাওয়া এ কোচ আয়ারল্যান্ডকে বেশ কিছু টুর্নামেন্টের মূল পর্বে খেলানোর পাশাপাশি তুলেছিলেন ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। 

জ্যাক চার্লটনের মৃত্যু নিশ্চিত করে পরিবার থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, জ্যাক শুক্রবার শান্তি নিয়েই মৃত্যুবরণ করেছে। বাসায় পরিবারের সঙ্গেই ছিল। তার জীবন ও অর্জন নিয়ে আমরা গর্বিত। লিডসের পক্ষ থেকে বলা হয়, '২৩ বছরের ক্যারিয়ারে জ্যাক চার্লটন ক্লাব রেকর্ড ৭৭৩ ম্যাচ খেলেছে লিডসের হয়ে। সে সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার।'

এএন/০৬