তাহিরপুর প্রতিনিধি
জুলাই ১২, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে গত বৃহস্পতিবার (৯ জুলাই) শনির হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে সিলেট থেকে আসা ডুবুরি দল শনির হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত যুবকের নাম শেখ ইয়াহিয়া (২৮)। তিনি পার্শ্ববর্তী উপজেলা বিশম্ভরপুরের ফতেহপুর ইউনিয়নের শেখ শাহজাদার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর থেকে নৌকায় বালু বোঝাই করে নিজ বাড়ি ফতেহপুর যাওয়ার পথে শনির হাওরে ঝড়ের কবলে পড়ে ইয়াহিয়ার নৌকা। এতে করে নৌকাটি ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা ভাই শেখ এবারত মিয়া সাঁতরে নিজেকে রক্ষা করতে পারলেও ইয়াহিয়া হাওরে তলিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও ইয়াহিয়াকে উদ্ধার করতে পারেনি পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।
আজ সিলেট থেকে আসা ডুবুরি দল দুপুরে শনির হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ/আরআর-০৬