মাধবপুর প্রতিনিধি
জুলাই ১১, ২০২০
০৩:০৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২০
০৩:০৬ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে নাদিয়াতুল জান্নাত নামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ জুলাই) বিকেলে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর নতুন বাজার এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নাদিয়াতুল জান্নাত ডা. মহিউদ্দিন উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে নাসিরনগর উপজেলার গুকর্ন গ্রামের হাসানুজ্জামানের মেয়ে।
জানা গেছে, হাসানুজ্জামান ও তার স্ত্রী তাহমিনা আক্তার মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। এ সুবাদে স্থানীয় সিরাজ মিয়ার বাড়িতে প্রায় দুই বছর যাবত ভাড়া থাকেন তারা। শনিবার সকালে তারা দু'জন কর্মস্থলে চলে যান। বিকেলে ফিরে এসে দেখেন ঘর ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে ঘরের ফাঁক দিয়ে তারা দেখতে পান ভেতরে মেয়ে জান্নাতের ঝুলন্ত লাশ।
খবর পেয়ে মাধবপুর থানার উপ পরিদর্শক ইসমাইল হোসেন ভুইয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।
জান্নাতের মা তাহমিনা আক্তার পুলিশকে জানান, তার মেয়ে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএম/আরআর-১২