ভিদালের একমাত্র গোলে জিতল মেসিরা

খেলা ডেস্ক


জুলাই ১২, ২০২০
০৭:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২০
০৭:৩২ পূর্বাহ্ন



ভিদালের একমাত্র গোলে জিতল মেসিরা
রিয়াল মাদ্রিদ ৮০, বার্সেলোনার ৭৯ পয়েন্ট

বার্সেলোনার বিপক্ষে রিয়াল ভায়াদোলিদের শেষ জয় ২০১৪ সালে। শেষ ১২ ম্যাচের ১১টিতেই জয়ী বার্সেলোনা। দলটির বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে লা লিগা চ্যাম্পিয়নরা। ভায়াদোলিদের মাঠে শনিবার রাতে স্প্যানিশ জায়ান্টরা জিতেছে ১–০ গোলের ব্যবধানে। এ জয়ে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল বার্সেলোনা। এ জয়ে ৩৬ ম্যাচ খেলে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮০।
শনিবার রাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলে বার্সেলোনা। গোলের দেখা পেতেও অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৫ মিনিটে ভিদালের গোলে এগিয়ে যায় অতিথিরা। মেসির বাড়ানো বল জালে জড়ায় ভিদাল। মৌসুমে এটি মেসির ২০তম এসিস্ট। ২০০৮–০৯ মৌসুমের পর মেসিই একমাত্র খেলোয়াড় যে এক মৌসুমে ২০ এসিস্ট করল। ওই মৌসুমে জাভি এই রেকর্ড করেছিল। প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা গ্রিজমান ভালো কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে ব্যর্থ গ্রিজমানকে তুলে সুয়ারেজকে মাঠে নামান সেতিয়েন। এতে আক্রমণে ধার বাড়লেও গোলের দেখা পায়নি কাতালানরা। ভায়াদোলিদ সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা।
রাতের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রি; ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। আরোক ম্যাচে ওসাসুনা ২-১ গোলের জয় পেয়েছে সেল্টাভিগোর গেটাফের বিপক্ষে
এএন/০১