স্টার্লিংয়ের হ্যাটট্রিকে সিটির বড় জয়, লিভারপুলের ড্র, চেলসির হার

খেলা ডেস্ক


জুলাই ১২, ২০২০
০৯:১২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২০
০৯:১২ পূর্বাহ্ন



স্টার্লিংয়ের হ্যাটট্রিকে সিটির বড় জয়, লিভারপুলের ড্র, চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাইটনকে। দলের পক্ষে একটি করে গোল করেন গাব্রিয়েল জেসুস ও বের্নার্দো সিলভা। লিগের সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা লিভারপুলকে ঘরের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে বার্নলি। শনিবার রাতের অপর ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে হেরেছে চেলসি।
ব্রাইটনের মাঠে শনিবার ৫-০ গোলের জয়ে সিটি লিগে টানা দুই ম্যাচে পাঁচ গোলের ব্যবধানে জিতল। পাশাপাশি প্রতিপক্ষের মাঠে টানা তিন হারের পর জয় পেল।
প্রথম পর্বে নিজেদের মাঠে ব্রাইটনকে ৪-০ গোলে হারিয়েছিল সিটি। সব মিলে দলটির বিপক্ষে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচের সবগুলিই জিতল তারা। এই ছয় ম্যাচে তাদের গোল ২০টি। আগের ম্যাচে একই ব্যবধানে তারা হারিয়েছিল নিউক্যাসল ইউনাইটেডকে।
৩৫ ম্যাচে ২৩ জয় ও তিন ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। দিনের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে হারা চেলসি ৬০ পয়েন্ট নিয়ে তিনে আছে। আগেই শিরোপা নিশ্চিত করা লিভারপুল বার্নলির সঙ্গে ১-১ ড্র করে, তাদের পয়েন্ট ৯৩।