খেলা ডেস্ক
জুলাই ১২, ২০২০
০২:১৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২০
০২:১৫ অপরাহ্ন
ইতালিয়ান সিরি আ' লিগে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর দুই পেনাল্টি গোলে রক্ষা পায় চ্যাম্পিয়ন জুভেন্টাস। শনিবার রাতে ঘরের মাঠে জুভেন্টাসকে ২-২ গোলে রুখে দিয়েছে আটালান্টা। ম্যাচে দুভান সাপাটা ও রুসলান মালিনোভস্কির গোলে
দুইবার এগিয়ে গেলেও জয় পায় চ্যাম্পিয়ন লিগের শেষ আট নিশ্চিত করা দলটি। টানা নয় জয়ের পর পয়েন্ট হারাল আটালান্টা।
৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। টানা তিন ম্যাচে হারা লাৎসিওর চেয়ে তারা ৮ পয়েন্টে এগিয়ে। ৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়েছে আটালান্টা।
ঘরের মাঠে জুভেন্টাস শুরুতে সফরকারীদের চেপে ধরে। প্রাথমিক ঝাপটা সামলে স্বাগতিকদের রক্ষণ কাঁপিয়ে দেয় জারন পিয়েরো গাসপেরিনির দল। কলম্বিয়ান ফরোয়ার্ড দুভান সাপাটার গোলে ১৬ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় দলটি। ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো।
শেষের নাটকীয়তা উত্তেজনা ছড়ায় ম্যাচে। ৮০ মিনিটে লুইস মুরিয়েলের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনোভস্কি। আটালান্টা ফের এগিয়ে ২-১ গোলে। তখন ঘরের মাঠে হারের শঙ্কা দেখা দেয় মাওরিসিও সাররির দলে। খেলার শেষ মুহূর্তে মুরিয়েলের হ্যান্ডবলের জন্য আরেকটি পেনাল্টি পায় জুভেন্টাস। ৯০ মিনিটে দ্বিতীয় সফল স্পট কিকে দলকে আবার সমতায় ফেরান সিআর সেভেন। আসরে পেনাল্টি থেকে এটি তার একাদশ গোল। লিগে সর্বোচ্চ ২৯ গোল করা চিরো ইম্মোবিলের চেয়ে এখন মাত্র ১ গোলে পিছিয়ে পর্তুগিজ ফরোয়ার্ড। দিনের অন্য ম্যাচে সাস্সুয়োলোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে লাৎসিও।
এএন/০৩