ফুটবল খেলতে সাইকেল চালিয়ে যশোর থেকে চুনারুঘাটে কিশোর রায়হান

খেলা ডেস্ক


জুলাই ১২, ২০২০
০২:৩৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২০
০২:৩৫ অপরাহ্ন



ফুটবল খেলতে সাইকেল চালিয়ে যশোর থেকে চুনারুঘাটে কিশোর রায়হান

ছোট বেলা থেকে ভালো ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন ১৫ বছর বয়সী কিশোর রায়হানের। আর্থিক সমস্যার কারণে বিভিন্ন জেলায় সাইকেল চালিয়েই খেলতে যায় সে। তবে ফুটবলের নেশায় এবার অবিশ্বাস্য এক কাজ করেছে সে। চারদিন প্রায় ৪০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে কাউকে না বলে হবিগঞ্জের চুনারুঘাটে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল একাডেমিতে খেলতে গেছে রায়হান। এ বিষয়ে ব্যারিস্টার সুমন তার নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ তথ্য দিয়ে রায়হানের পরিচয় প্রকাশ করেন। 
রায়হান যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। তার বয়স ১৫ বছর। সে সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পাশ করে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়াশোনা করছে। রায়হানের বাবা বর্তমানে বাঘারপাড়া-কালীগঞ্জ সড়ক মেরামতের শ্রমিকের কাজ করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রায়হান এর আগেও যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় সাইকেল চালিয়ে খেলতে গিয়েছিল। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলা বেশি পছন্দ তার। স্কুলের টিফিনের পর প্রতিদিন বাড়ি এসে সে সাইকেল চালিয়েই যশোর সদরের হামিদপুর এলাকার শামসুল হুদা ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ করতে যেত। উপজেলাভিত্তিক স্কুলের ফুটবল খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করে কয়েকবার বিভাগীয় পর্যায়ে নিয়ে গেছে।
খেলায় টাকা পয়সার দরকার হলে প্রয়োজনে শ্রমিকেরও কাজ করে সে। বাঘারপাড়া-কালীগঞ্জ সড়কের সংস্কার কাজে কিছুদিন আগে পানির ট্রাকের সঙ্গে শ্রমিক হিসাবে কাজ করেছে। হবিগঞ্জ যাওয়ার দু’দিন আগে স্থানীয় এক কাঁকরোল ক্ষেতে শ্রমিকের কাজ করে রায়হান। এই টাকা নিয়েই সে ব্যারিস্টার সুমনের ক্লাবের উদ্দেশ্যে বের হয়েছিল।
জানতে চাইলে মোবাইল ফোনে ব্যারিস্টার সুমন বলেন, ‘রায়হান যশোর থেকে সাইকেল চালিয়ে আমার একাডেমিতে খেলতে আসায় আমি অনেক কৃতজ্ঞ। বিষয়টিতে আমি আমরা অবাক হয়েছি । আমি ওর থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছি। যে স্বপ্ন নিয়ে রায়হান এখানে আসছে, সেই বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’
এএন/০৪