সিলেট মিরর ডেস্ক
জুলাই ১২, ২০২০
০৬:৩০ অপরাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২০
০৬:৩০ অপরাহ্ন
এখন থেকে করোনাভাইরাস নেগেটিভ সনদধারীরাই বাংলাদেশ বিমানের ফ্লাইটে আবুধাবী ও দুবাই যেতে পারবেন। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই থেকে আবুধাবিগামী ও ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদেরকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারে অনুমোদিত বাংলাদেশের পরীক্ষাগার থেকে কোভিড-১৯ এর পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে। এই পরীক্ষা ভ্রমণ/যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। কেবলমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারী আবুধাবি ও দুবাইগামী যাত্রীরাই বিমানে ভ্রমণ করতে পারবেন।
অনুমোদিত পরীক্ষাগারের তালিকা বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএ-০৭