বন্যাকবলিত ওসমানীনগরের দুই সহস্রাধিক পরিবার

উজ্জ্বল ধর, ওসমানীনগর


জুলাই ১২, ২০২০
০৮:০৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২০
০৮:৪০ অপরাহ্ন



বন্যাকবলিত ওসমানীনগরের দুই সহস্রাধিক পরিবার

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে সিলেটের ওসমানীনগরে কমপক্ষে ২৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। উপজেলার সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা, গোয়ালাবাজার ও উমরপুর ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। 

এদিকে উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার কাছে রয়েছে। নাজুক অবস্থায় রয়েছে কুশিয়ারা নদীর বাঁধ (কুশিয়ারা ডাইক)। কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে উপজেলার ৮টি ইউনিয়ন পুরোপুরি বন্যাকবলিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে পুরোপুরি বন্যাকবলিত হয়েছে উপজেলার পূর্ব তাজপুর, দক্ষিণ তাজপুর, লামা তাজপুর, সৈয়দপুর, বেরারাই, নলিকোনা, ইসলামপাড়া, চর সম্মানপুর, সম্মানপুর, বল্লভপুর ও আলীপুর গ্রামের দেড় সহস্রাধিক পরিবার। এসব এলাকায় গভীর নলকুপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। এছাড়া লামা গাভুরটিকি, হলিমপুর, নূরপুর, কালনীরচর, চাতলপাড়, রহমতপুর, আব্দুল্লাহপুর, মোবারকপুর, জহিরপুর, হামতনপুর ও সিকন্দরপুরের বেশ কিছু অংশ বন্যার পানিতে ডুবে রয়েছে। অনেক জায়গার রাস্তাঘাট পানিতে নিমজ্জিত।

সাদীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রঞ্জু সূত্রধর বলেন, 'আমার ওয়ার্ডের লামা গাভুরটিকি, হলিমপুর ও নূরপুর এলাকার প্রায় ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্লাবিত এলাকার সবক'টি রাস্তা পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এসব এলাকার লোকজন।'

সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব বলেন, 'অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা মনু-কুশিয়ারার পানি বৃদ্ধিতে আমার ইউনিয়নের বেশিরভাগ এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। কুশিয়ারার পানি সামান্য বৃদ্ধি পেলে বন্যা ভয়াবহ আকার ধারণ করবে।'

উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন কান্তি রায় বলেন, 'বন্যার্তদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বন্যার্তদের তালিকা করা হচ্ছে। উদ্বেগের কিছু নেই। যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে।'

ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার সিলেট মিররকে বলেন, 'ওসমানীনগরের বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। বন্যাক্রান্ত এলাকায় পানি ও বিশুদ্ধ টেবলেট বিতরণসহ প্রয়োজনীয় সহায়তা করা হবে। আগামীকাল (সোমবার) পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাব।'

 

ইউডি/আরআর-০৫