নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২০
০৩:১১ অপরাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২০
০৫:৩৯ অপরাহ্ন
হবিগঞ্জে আজ রবিবার (১২ জুলাই) আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি বলেন , 'আজ জেলায় আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে।'
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ৩ জন, চুনারুঘাট উপজেলার ২ জন, নবীগঞ্জের ২ জন, মাধবপুরের ১ জন, আজমিরীগঞ্জের ১ জন এবং বাহুবল উপজেলার ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০৯ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন এবং সুস্থ হয়েছেন ৩৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৭৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ নতুন করে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে আরও ৭৮ জনের করোনা শনাক্ত হওয়ায় বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮৭৪ জনে। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১০১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন। ২৪৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এনএইচ/বিএ-১৬