ডা. সাবরিনা ৩ দিনের রিমান্ডে

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৩, ২০২০
০২:০৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২০
০২:০৮ অপরাহ্ন



ডা. সাবরিনা ৩ দিনের রিমান্ডে

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে তাকে আদালতে হাজিরের উদ্দেশে নেওয়া হয়। এর আগে রবিবার তেজগাঁও জোনের একটি টিম তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, জেকেজির মাঠকর্মীরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গ দেখা দেওয়া মানুষের নমুনা সংগ্রহ করতো। প্রতি রিপোর্টে পরীক্ষার কথা বলে ৫-১০ হাজার টাকা নিতো। আর বিদেশিদের কাছ থেকে নিতো ৮০ থেকে ১০০ ডলার। সেই হিসাবে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টে প্রতিষ্ঠানটি প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের ধারণা।

বিএ-০৮