বন্যায় প্লাবিত জগন্নাথপুরের অফিস পাড়া-ধর্মীয় প্রতিষ্ঠান-বাসাবাড়ি

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ১৪, ২০২০
০২:০৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২০
০২:০৩ অপরাহ্ন



বন্যায় প্লাবিত জগন্নাথপুরের অফিস পাড়া-ধর্মীয় প্রতিষ্ঠান-বাসাবাড়ি

জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জগন্নাথপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়ে পড়ে।

সকাল ১০ টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের ভবন প্রাঙ্গণে বিস্তৃত হয়েছে বন্যার পানি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলায় সিঁড়ির সামনে পানি উঠেছে, উরু সমান পানি রয়েছে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) কার্য়ালয় এলাকায়। অফিসের কাজে আসা লোকজনকে উরু সমান পানি মাড়িয়ে চলাফেরা করতে হচ্ছে। উপজেলা পরিষদের জামে মসজিদ এবং উপজেলা সদর জামে মসজিদের সামন পানিতে তলিয়ে গেছে। এছাড়া উপজেলা পরিষদের কমপ্লেক্সে এলাকার বাসাবাড়ি এলাকায় পানি উঠেছে। এসব এলাকার চলাচলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে লোকজন দুর্ভোগে পড়েছেন।

এদিকে নতুন করে উপজেলা সদরের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর সবজি বাজার, মাছ বাজার এলাকার একাংশে পানি ওঠেছে।

এছাড়া পৌরশহরের সিএ মার্কেট এলাকা, ইকড়ছই, হাসিমাবাদ, ভবানিপুর, যাত্রাপাশা, শেরপুর, জগন্নাথপুর এলাকাসহ পৌরসভার বিভিন্ন এলাকায় বন্যার পানি বেড়েছে। অসংখ্য পাড়া মহল্লার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। 

এলাকাবসি জানিয়েছেন, অব্যাহত ভারী বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া, চিষাউড়া-হলদিপুর, রানীগঞ্জ  ইউনিয়ন উপজেলার প্রায় ৬০ গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, আজ পানি বেড়েছে। বন্যাদুর্গত এলাকায় পরির্দশন করে ত্রাণ বিতরণ করছি আমরা।

এএ/বিএ-০৪