শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৪, ২০২০
১০:৪১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২০
১০:৪১ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইপি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান বুলবুল খানকে বরখাস্ত করা হয়েছে।
অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড হওয়ায় তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে তিনি গত রবিবার একই মামলায় জেল থেকে জামিনে মুক্ত হন।
এসডি/আরআর-০১