শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৪, ২০২০
১২:৪৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২০
১২:৪৪ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এক মাছ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মরড়া গ্রামের মুরাদ মিয়া বাড়ির পাশ্ববর্তী বিলে মাছটি ধরা পড়ে।
মাছটি দেখতে মুরাদ মিয়ার বাড়িতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। পরে মাছটি বিলে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় লোকজন জানান এর নাম টাইগার ফিশ। তবে মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিশ’। মাছটি আকারে ছোট। ওজন হবে প্রায় ২৫০ গ্রাম । শরীরে বাদামি রং এবং ছোট কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন 'টাইগার ফিশ।
হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান খসরু বলেন, এটি বিদেশি মাছ। সাকার মাউথ ক্যাটফিশ ইংরেজি নাম হলেও এর বৈজ্ঞানিক নাম হাইপোস্টমাস। মাছটি লরিকেরিয়েডি পরিবারভুক্ত। সাধারণত মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। এরা পানির তলদেশে বাস করে এবং শেওলাজাতীয় উদ্ভিদ খায়। স্বভাবে শান্ত প্রকৃতির এই মাছ মিঠা পানিতে বাস করে।
এসডি/আরআর-০৬