জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ১৫, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২০
০১:৪২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে চলমান বন্যা পরিস্থিতির মাঝেই বাঁধ কেটে দেওয়ায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে গ্রাম। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার (১৩ জুলাই) রাতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর পাড় ঘেঁষা বাঘময়না-হলিকোনার বাঁধের বাঘময়না গ্রামের পশ্চিম অংশ কেটে দেয় দুর্বৃত্তরা। এতে করে বন্যার পানি দ্রুত এলাকায় ঢুকে এলাকা প্লাবিত হয়।
গ্রামের এক যুবক জানান, মাছ শিকারের জন্য রাতের আঁধারে কে বা কারা বাঁধ কেটে দিয়েছে। যে কারণে পানি দ্রুত গ্রামে প্রবেশ করে গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যেই বাঁধ কেটে দেওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, 'কারা বাঁধ কেটেছে আমি জানি না। ক্ষতিগ্রস্ত স্থানে স্থানীয়রা ও ইউপি সদস্যের উদ্যোগে আজ (মঙ্গলবার) সংস্কার কাজ করা হয়েছে।'
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, 'বাঁধ কেটে ফেলার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।'
এএ/আরআর-১০