দিরাইয়ে ত্রাণ নিয়ে বানভাসিদের বাড়িতে জেলা প্রশাসক

দিরাই প্রতিনিধি


জুলাই ১৫, ২০২০
১০:৩৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২০
১১:০৭ অপরাহ্ন



দিরাইয়ে ত্রাণ নিয়ে বানভাসিদের বাড়িতে জেলা প্রশাসক

সুনামগঞ্জের দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

আজ বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী নৌকায় করে উপজেলার করিমপুর ইউনিয়ন ও পৌর সদরে বন্যায় আক্রান্ত এলাকা পরিদর্শন এবং বানভাসি মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চাল বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, সহকারী কমিশনার ভূমি ফারিয়া সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী প্রমুখ।

এএইচ/আরসি-০৩