করোনায় ভাষা সৈনিক সাঈদ হায়দারের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৬, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২০
০১:২১ পূর্বাহ্ন



করোনায় ভাষা সৈনিক সাঈদ হায়দারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একুশে পদক জয়ী প্রবীণ চিকিৎসক ও ভাষা সৈনিক ডা. সাঈদ হায়দার। আজ বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে চারটায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ডা. সাঈদ হায়দারের বড় ছেলে বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আশরাফ হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। বাদ মাগরিব জানাজার নামাজ শেষে উত্তরা চার নম্বর সেক্টরে ডা. সাঈদ হায়দারকে দাফন করার কথা।
সাইদ হায়দার ১৯২৫ সালের ৫ পৌষ পাবনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পাস করেন। তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেও দেশ ভাগের পর ঢাকা মেডিকেলে কলেজে পড়াশোনা করেন। তিনি সহশিক্ষার্থীদের মধ্যে সবার বয়োজ্যেষ্ঠ ছিলেন।
ভাষা আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সাঈদ হায়দার। ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররা প্রথম শহীদ মিনার গড়ে তোলেন। এর নকশা করেন বদরুল আলম। আর বদরুল আলমকে সহযোগিতা করেছিলেন সাঈদ হায়দার, যা ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনী ধবংস করে দেয়।
এনপি-০১