নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৫, ২০২০
০৩:৫৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২০
০৪:০০ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ বিভিন্ন ডাকাতি ও চুরির মামলার পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিল মিয়ার পুত্র আব্দুল হালিম (৩২) ও বাউশা ইউনিয়নের মৃত হবিব উল্লার পুত্র ফটিক মিয়া (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত সর্দার ফটিক সিলেটে অবস্থান করে দেশের বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতি পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে ডজনখানেক মামলা বিভিন্ন থানা ও আদালতে রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের খবরে এলাকার লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানায়, আজ বুধবার তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এএম/আরআর-১৪