লা লিগার শিরোপা নির্ধারণ আজ

ক্রীড়া প্রতিবেদক


জুলাই ১৬, ২০২০
০৫:৪৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২০
০৫:৪৯ অপরাহ্ন



লা লিগার শিরোপা নির্ধারণ আজ

বিশ্বের ক্লাব পর্যায়ের অন্যতম শীর্ষ লিগ স্প্যানিশ লা লিগা। চলতি মৌসুম শেষ পর্যায়ে। আর মাত্র দুটি ম্যাচ বাকি। লিগের ৩৭তম ম্যাচে আজ রাতে মাঠে নামছে লিগের সবগুলো দল। রাত সাড়ে ১০টায় খেলবে দুটি দল। বাকি ১৮টি দল রাত ১টায় পৃথক ৯টি স্টেডিয়ামে ফুটবল লড়াইয়ে নামবে।

শিরোপা লড়াইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ৪ পয়েন্টে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে। আজ রাত ১টায় উভয় দল ভিন্ন দু'টি মাঠে খেলবে। রিয়াল আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। ঘরে তুলবে লিগের ৩৪তম শিরোপা। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস আজই শিরোপা জয় নিশ্চিত করতে চান। হাতের মুঠোয় থাকা লিগ শিরোপা কিছুতেই হাত ছাড়া করতে চান না তিনি। ম্যাচের আগে গণমাধ্যমে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শিরোপা জয়ের জন্য রিয়ালের বাকি থাকা দুই ম্যাচ থেকে দরকার মাত্র ২ পয়েন্ট। শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে আজ ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব করতে চায় জিদানের শিষ্যরা। এই ম্যাচ যদি রিয়াল জিততে না পারে তাহলে লিগের শেষ ম্যাচেই হবে শিরোপা নির্ধারণ। এই অবস্থায় আজই চলতি লা লিগার ভাগ্যনির্ধারণ হয়ে যাবে কি না তা জান যাবে ম্যাচ শেষে।

এএন/০৯