জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ১৬, ২০২০
১০:২০ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২০
১০:২২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আবু মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌরসভার বাড়ী জগন্নাথপুর এলাকার মৃত সোনাফর আলীর ছেলে আবু মিয়াকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, আটককৃত আবু মিয়া একজন মাদক সম্রাট হিসেবে এলাকায় পরিচিত। গোপন তথ্যের মাধ্যমে আমরা তাকে শহরের জগন্নাথপুর-সিলেট বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে আজ (বৃহস্পতিবার) জেল হাজতে পাঠিয়েছি।
এএ/আরআর-০১