শতকে পৌঁছালো জগন্নাথপুরে করোনা রোগীর সংখ্যা

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ১৬, ২০২০
০৮:৩৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২০
০৮:৩৪ অপরাহ্ন



শতকে পৌঁছালো জগন্নাথপুরে করোনা রোগীর সংখ্যা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ পূর্ণ হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন।

গতকাল বুধবার (১৫ জুলাই) রাতে সর্বশেষ এক ব্যাংক কর্মকর্তার করোনা পজিটিভ হওয়ার মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ জন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, গত ২৩ এপ্রিল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের এক তরুণ প্রথম করোনায় আক্রান্ত হলে তাকে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। এরপর গত চার মাসে উপজেলায় ১০০ জন করোনা রোগী শনাক্ত হন। তাদের মধ্যে ৯৩ জন সুস্থ হয়েছেন।

জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, করোনার সংক্রমণ দেখা দিলে উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির উদ্যোগে ব্যপক সচেতনতামূলক কার্যক্রম চালু করা হয়। এছাড়া করোনায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিশ্চিত করায় আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম বলেন, করোনা সংক্রমণের শুরুতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে সচেতনতামূলক কার্যক্রম ও সুচিকিৎসা নিশ্চিতে তৎপরতা চালালে এ উপজেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

 

এএ/আরআর-০৪