মাদরাসার কমিটি নিয়ে বিরোধ, গুলাগুলিতে নিহত ৪

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৭, ২০২০
০৩:২২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২০
০৩:২২ অপরাহ্ন



মাদরাসার কমিটি নিয়ে বিরোধ, গুলাগুলিতে নিহত ৪

মাদরাসার ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের তিনজন গুলিতে নিহত হওয়ার পর একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে জেরে খুলনা নগরের আটরা-গিলাতলা ইস্টার্ন গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম।

গুলিতে নিহতরা হলেন গিলাতলা মশিয়ালী এলাকার মো. বারিক শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৬০), মো. ইউনুস আলীর ছেলে গোলাম রসুল (৩০) ও মো. সাইদুল শেখের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)। আর পিটিয়ে হত্যা করা হয়েছে একই এলাকার জেহাদ নামে একজনকে।

ওই এলাকার সাবেক কাউন্সিলর মনিরা সুলতানা বলেন, মশিয়ালী আলিয়া মাদরাসার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ গুলি করলে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে ওই এলাকার জাকারিয়া, জাফরিন, কবির ও মিল্টন নামে চার ভাইয়ের বাড়ি ও দোকানসহ ১০টি বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি আগুন দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ওসি শফিকুল বলেন, গুলিতে তিনজন নিহত হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। আর ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকজনের বাড়িঘরে আগুন দেয়। তবে পুলিশ এ ঘটনার কারণ বলতে পারেনি।

সিটি পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার বলেন, চারজন নিহত হলেও ঘটনার কারণ এখনও পরিষ্কার না। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

বিএ-১৩