বন্যার্তদের পাশে 'হৃদয়ে ৯৮ চেতনায় জগন্নাথপুর'

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ১৭, ২০২০
০৮:২০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২০
০৮:২০ অপরাহ্ন



বন্যার্তদের পাশে 'হৃদয়ে ৯৮ চেতনায় জগন্নাথপুর'

সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘হৃদয়ে ৯৮ চেতনায় জগন্নাথপুর’ নামের বন্ধু সংগঠনের উদ্যোগে বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) সংগঠনের নেতৃবৃন্দ নলুয়া হাওরবেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালী, দাসনাগাঁও ও জগন্নাথপুর পৌরসভার একাংশসহ দুর্গত এলাকার তিন শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেন।

ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি, ১টি সাবান ও ৪টি করে স্যালাইন দেওয়া হয়েছে।

বিতরণ কাজে অংশ নেন, সংগঠনের সদস্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, আবুল কালাম আকন, আতাউর রহমান, রুবেল আহমেদ, রাজন দাস, কয়েছ আহমেদ প্রমুখ।

 

এএ/আরআর-০৬