তায়কোয়ানডো খেলোয়াড় সান্ত্বনাকে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকার চেক প্রদান ক্রীড়া প্রতিমন্ত্রীর

খেলা ডেস্ক


জুলাই ১৭, ২০২০
১০:৩৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২০
১০:৩৪ অপরাহ্ন



তায়কোয়ানডো খেলোয়াড় সান্ত্বনাকে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকার চেক প্রদান ক্রীড়া প্রতিমন্ত্রীর

দেশসেরা তায়কোয়ানডো খেলোয়াড় সান্ত্বনা রানী রায়কে ১০ লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ১০ লাখ টাকার চেক সান্ত্বনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

তায়কোয়ানডো খেলোয়াড় সান্ত্বনা প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী আমার বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। গত মার্চে আমার পারিবারিক সমস্যার বিষয়টি প্রধানমন্ত্রী গণমাধ্যমে জানতে পারেন। তিনি রাসেল স্যারকে আমার বিষয়ে খোঁজ-খবর নিতে বললে তিনি আমাকে ফোন করেন এবং তার সচিবালয়সহ দপ্তরে আমাকে ডেকে নেন। পরবর্তীতে রাসেল স্যার আমার দুরবস্থার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। আমি প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

স্বান্তনা ২০১১ সালে প্রথম ঢাকায় অংশ নেন জাতীয় আইটিএফ তায়কোয়নদো চ্যাম্পিয়নশিপে। প্রথম অংশগ্রহণেই ব্ল্যাকবেল্টধারী প্রতিযোগীকে হারিয়ে চমক দেখান, প্রতিযোগিতায় পান রৌপ্যপদক। ২০১২-২০১৭ পর্যন্ত পাঁচটি আসরে স্বর্ণ জিতে নিজেকে সেরা প্রমাণ করেন সান্ত্বনা। স্বাভাবিকভাবেই জায়গা পেয়ে যান বিশ্বকাপ দলে। ২০১৭ সালে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব তায়কোয়নডো প্রতিযোগিতায় অংশ নিয়ে ফেরেন ব্রোঞ্জপদক নিয়ে।

২০১৮ থেকে এখন পর্যন্ত ৫টি ঘরোয়া প্রতিযোগিতা ও দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫টি স্বর্ণ এবং একটি করে রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছেন সংগ্রামী এ নারী ক্রীড়াবিদ। বর্তমানে তিনি আর্থিক দৈন্যতা সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের আত্মরক্ষার কৌশল ও তায়কোয়ানডো প্রশিক্ষণ দিয়ে দিয়ে আসছেন।

এএন/০৬