ষোল বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল লিডস

খেলা ডেস্ক


জুলাই ১৮, ২০২০
০৪:২৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২০
০৪:৩১ অপরাহ্ন



ষোল বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল লিডস

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অপেক্ষা ফুরাল লিডস ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে খেলার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিল লিডস ইউনাইটেড। অবশেষে অপেক্ষা ফুরাল তাদের। ইংলিশ লিগে লিডসের প্রত্যাবর্তন হলো ঠিক ষোল বছর পর।

২০০৪ সালের পর আগামী ২০২০-২১ মৌসুমে প্রথমবারের মতো ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে খেলবে লিডস। শুক্রবার হাডার্সফিল্ড টাউনের মাঠে ওয়েস্ট ব্রম ১-২ গোলে হার মানলে লিডসের প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত হয়ে যায়।

শনিবার ব্রেন্টফোর্ড যদি স্টোক সিটিকে হারাতে না পারে তাহলেই ইএফএল চ্যাম্পিয়নশিপ শিরোপা পেয়ে যাবে লিডস। তা না হলে রবিবার ডার্বি কাউন্টির মাঠ সফরে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে দ্য হোয়াইটস।

ইয়র্কশায়ারের ক্লাবটির দায়িত্ব নিয়ে প্রথম বছরেই চমক দেখান আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। তার দল ইএফএল চ্যাম্পিয়নশিপের ২০১৮-১৯ মৌসুম শেষ করে তৃতীয় হয়ে। আর এবার তো প্রিমিয়ার লিগের টিকিটের সঙ্গে এনে দিতে চলেছেন দ্বিতীয় বিভাগ শিরোপা।ইংলিশ ফুটবল বিকাশে এই শতবর্ষী ক্লাবটির অবদানও কম নয়।

এএন/০৪