বানিয়াচংয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

বানিয়াচং সংবাদদাতা


জুলাই ১৮, ২০২০
০৭:১০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২০
০৭:১০ অপরাহ্ন



বানিয়াচংয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জেলে ও বন্যাদুর্গতদের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌঁছে দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল ৮টায় উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের মকার হাওরের জেলেদেরকে লাইফ জ্যাকেট ও ত্রাণ প্রদানের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, কাগাপাশা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। তাই আজ ইছবপুর, কাগাপাশা, সেকান্দরপুর, চমকপুর, মকা, হালিমপুর, গোগরাপুরসহ বিভিন্ন গ্রামের তিন শতাধিক পরিবারের লোকজনকে ত্রাণ দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে  চাল, ডাল, চিনি, দুধ, তেল, চিড়া ও মুড়ি।

ত্রাণ বিতরনকালে সংক্ষিপ্ত বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, 'আমি আপনাদের জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ উপহার নিয়ে এসেছি। আপনারা হতাশ হবেন না। ত্রাণ যদি আরও প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদের কাছে তা পৌঁছে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে কেউ অনাহারে মারা যাবে না। আমরা আপনাদের পাশে সবসময় আছি এবং থাকব।'

শনিবার দুপুর ১২টা পর্যন্ত ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী প্রমুখ।

 

এসডি/আরআর-০৫