তিন বিদেশি ফুটবলারের বকেয়া দিয়ে নিষেধাজ্ঞামুক্ত সাইফ

খেলা ডেস্ক


জুলাই ১৮, ২০২০
১০:০১ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২০
১০:০১ অপরাহ্ন



তিন বিদেশি ফুটবলারের বকেয়া দিয়ে নিষেধাজ্ঞামুক্ত সাইফ

জরিমানার অর্থ পরিশোধ করায় সাইফ স্পোর্টিংকে দেওয়া ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। তিন বিদেশি খেলোয়াড়ের ভিন্ন ভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে এক লাখ ডলার জরিমানা করা হয়েছিল। আজ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইফের ওপর থেকে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে স্থানীয় ও বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না তাদের।

মূল ঘটনা প্রায় তিন বছর আগের ঘটনা। সাইফের হয়ে খেলতে ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়ার মার্কো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গার্দাসেভিচ ও সার্বিয়ার গোরান ওব্রাদোভিচ। তবে তাদের খেলার মান ও আচরণ নিয়ে সন্তুষ্ট হতে পারেনি দলটি। তাই রেজিস্ট্রেশন না করিয়েই বিদায় করে দেওয়া হয়েছিল তাদেরকে। পরবর্তীতে বকেয়া অর্থের দাবিতে তিন ইউরোপিয়ান ফুটবলার পৃথকভাবে অভিযোগ করেছিলেন ফিফার কাছে। গেল ১৩ থেকে ২৩ মার্চের মধ্যে খেলোয়াড়দের পক্ষে তিনটি আলাদা আলাদা রায় দেয় সংস্থাটির শৃঙ্খলা কমিটি। সবমিলিয়ে প্রায় এক লাখ ডলার জরিমানা করা হয় সাইফকে। রায় প্রকাশের পর থেকে পরবর্তী এক মাসের মধ্যে জরিমানার অর্থ বাফুফের মাধ্যমে ফিফাকে হস্তান্তর করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তা করতে পারেনি সাইফ। তাই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তাদের ওপর। অবশেষে গেল সপ্তাহে বকেয়া পরিশোধ করায় সাইফের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা।

এএন/০৬