জগন্নাথপুর হাসপাতালে ইসিজি মেশিন দিলেন ব্যবসায়ী

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ১৯, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন



জগন্নাথপুর হাসপাতালে ইসিজি মেশিন দিলেন ব্যবসায়ী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের পৌরশহরের জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী হবিবপুর (কিশোরপুর) এলাকার বাসিন্দা মো. আবুল কালাম চৌধুরী বাবলু জনসাধারণের চিকিৎসাসেবার জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ইসিজি মেশিন প্রদান করেছেন। এতে করে মুমূর্ষু এবং হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা অধিকতর সহজতর ও গতিশীল হবে।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে মেশিনটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইন, জগন্নাথপুর বাজারের আলী ট্রেডার্সের প্রতিষ্ঠাতা আবুল কালাম চৌধুরী বাবলু, সমাজকর্মী মো. জাকি, তাহা আহমদ, মো. রিয়াদ, রাসেল আহমদ চৌধুরীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 

এএ/আরআর-১০