বোলোনিয়াকে উড়িয়ে দিয়েছে এসি মিলান

খেলা ডেস্ক


জুলাই ১৯, ২০২০
০৫:০৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২০
০৫:০৪ অপরাহ্ন



বোলোনিয়াকে উড়িয়ে দিয়েছে এসি মিলান

করোনাভাইরাস পরবর্তী পুনরায় শুরু হওয়া সিরি আ' লিগে বদলে গেছে এসি মিলান। এই সময়ে তারা প্রতিটি ম্যাচেই নূন্যতম দুই গোল করেছে। সে ধারাবাহিকতায় গত রাতে নিজ মাঠে বোলোনিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মিলান। এই জয় তাদের ইউরোপা লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে।

ম্যাচের শুরু থেকেই বোলোনিয়ার ওপর ছড়ি ঘোরাতে থাকে লাল-কালোরা। ক্রোয়েশিয়ার স্ট্রাইকার আনতে রেবিচের মাটিঘেঁষা ক্রসটাকে দুর্দান্তভাবে জালে পাঠিয়ে মিলানের হয়ে নিজের গোলের খাতা খোলেন সালেমেকার্স। দ্বিতীয় গোলটি করেন  তুরস্কের মিডফিল্ডার হাকান চালহানোলু। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে গোল বরে ব্যবধান কমান তোমিয়াসু। 

বিরতির পরে মিলান আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি প্রতিপক্ষকে। ৪৯ মিনিটে ডান পায়ের শটে গোল করে ব্যবধান ৩-১ করেন বেনেসার। ৫৭ মিনিটে ইব্রাহিমোভিচের এক পসে ডি-বক্সে বিদ্যুৎগতিতে দলের চতুর্থ গোল করেন আনতে রেবিচ। শেষ গোলটা রাইটব্যাক ডেভিডে কালাব্রিয়ার। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। এই জয় নিয়ে ৩৪ ম্যাচে ৫৬ পয়েন্ট হয়ে গেল মিলানের। শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৭৭। ৭১ পয়েন্ট নিয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আটালান্টা।

এএন/০৩