জগন্নাথপুরে মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৫

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ২০, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন



জগন্নাথপুরে মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার হবিবনগরের মৃত রুছমত আলীর ছেলে জমির আলী (৩৬), উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে জাবের মিয়া (২০), একই এলাকার মৃত নানু মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩২), তেরা মিয়ার ছেলে নওশাদ মিয়া (৩০) ও পৌর এলাকার আলখানাপাড়ের জয়নাল আবেদীন (৫৯)।

পুলিশ জানায়, গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ মাদক বিক্রেতা জয়নাল আবেদীনকে গাঁজাসহ আটক করে। অপরদিকে রানীগঞ্জ বাজার থেকে গাঁজাসহ জমির আলীকে আটক করে পুলিশের আরেকটি দল। এছাড়া কুশিয়ারা নদীর পাড় থেকে মদ্যপানরত অবস্থায় ৫ লিটার দেশি মদসহ অপর তিনজনকে আটক করে পুলিশ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মাদক বিক্রেতাসহ গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এএ/আরআর-০৯