কোচ হতে চান সার্বিয়ার প্রেসিডেন্ট!

খেলা ডেস্ক


জুলাই ১৯, ২০২০
১১:৫৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২০
১১:৫৪ অপরাহ্ন



কোচ হতে চান সার্বিয়ার প্রেসিডেন্ট!

জীবনে ৫০ বছর বয়সে সার্বিয়ার প্রেসিডেন্ট স্বপ্ন দেখছেন বাস্কেট বল দলের কোচ হওয়ার।  ইনস্টাগ্রামে এমন চমকপ্রদ কথাই জানান ভুচিচ।  এতে বলেন, ‘বাচ্চাদের বাস্কেটবল কোচ হতে জীবনে দ্বিতীয়বারের মতো আমি ছাত্র হলাম। অনেক বছর পর শৈশবের স্বপ্নটা বুঝতে পারায় কত আনন্দ লাগছে তা বিশ্বাস করাতে পারব না।’

বেলগ্রেডে খেলাধুলা ও স্বাস্থ্য বিষয়ক কলেজে ভর্তি হয়েছেন ভুচিচ। সেখানকার পরিচয়পত্র ও বাস্কেটবল হাতে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। তাঁর দেশ সার্বিয়ায় বাস্কেটবলের জনপ্রিয়তা ঈর্ষণীয়। গত জুনে এক সংবাদমাধ্যমকে তিনি নিজের অপূর্ণ স্বপ্ন হিসেবে বাস্কেটবল কোচ হওয়ার কথা বলেছিলেন।

দেশের প্রেসিডেন্টের কাছে সংবাদমাধ্যমটি জানতে চেয়েছিল, জীবনে আরও বড় কোনো স্বপ্ন দেখেন কি না? ভুচিচ জবাব দেন, ‘শনিবার ও রবিবার তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাটানোর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। যাদের কিছু শেখানো যায়।’ একটি ছোট ক্লাবে তরুণদের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভুচিচ। ২০১৪ সালে সার্বিয়ার প্রধানমন্ত্রী হওয়ার তিন বছর পর দেশটির প্রেসিডেন্ট হন ভুচিচ। বাস্কেটবল ছাড়াও তিনি ফুটবলেরও ভক্ত।

এএন/০৮