নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৯, ২০২০
০৬:৪৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৯, ২০২০
০৬:৫০ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে উপজেলাবাসীর মধ্য বিরাজ করেছে আতংক।
সূত্র জানায়, গত শনিবার (১৮ জুলাই) উপজেলায় করোনার রিপোর্টে একদিনে ৪ জনের পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে পৌর এলাকার বাসিন্ধা ২ জন প্রধান শিক্ষক। তারা স্বামী-স্ত্রী। পৌরসভার রাজাবাদ এলাকার ১ জন ওয়ার্ড মহিলা কাউন্সিলর, সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ১ জন ব্যবসায়ী। উপজেলা থেকে গত ১৬ জুলাই নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্যে গত শনিবার রাতে নতুন ৪ জনের করোনা পজিটিভ রিপোর্টে আসে।
এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন। এ পর্যন্ত নবীগঞ্জ থেকে নমুনা প্রেরণ করা হয়েছে ১০১৯টি, এর মধ্যে রিপোর্ট এসেছে ৭৪০টি।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মহামারি আকার ধারন করেছে। প্রয়োজনে বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহার করাসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি আহবান জানান।
এএম/বিএ-০৩