এফএ কাপে সিটির পথে ইউনাইটেড, ফাইনালে চেলসি

খেলা ডেস্ক


জুলাই ২০, ২০২০
০২:১৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২০
০২:১৩ অপরাহ্ন



এফএ কাপে সিটির পথে ইউনাইটেড, ফাইনালে চেলসি

এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির পথ ধরে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় সেমিফাইনালে তাদেরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে চেলসি। আগের দিন প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।

ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাতে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে  অলিভিয়ে জিরুদ চেলসিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করলেন ম্যাসন মাউন্ট। আত্মঘাতী গোলে ম্যানচেস্টার ইউনাইটেড পড়ল আরও পিছিয়ে। শেষ দিকে পেনাল্টি থেকে গোল পেলেও রক্ষা হয়নি উলে গুনার সুলশারের দলের। ইউনাইটেডের হ্যারি ম্যাগুইয়ার করেন আত্মঘাতী গোল; ব্যবধান কমানো গোলটি ব্রুনো ফের্নান্দেসের।

এফএ কাপে সবশেষ ২০১৭-১৮ মৌসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে নিজেদের অষ্টম শিরোপা জিতেছিল চেলসি। আগামী ১ অগাস্ট শিরোপা নির্ধারণী লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি। প্রথম সেমি-ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় মিকেল আর্তেতার দল।

এএন/০৭