করোনার কবলে এবারের ব্যালন ডি’অর

খেলা ডেস্ক


জুলাই ২০, ২০২০
০৯:৫৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২০
০৯:৫৫ অপরাহ্ন



করোনার কবলে এবারের ব্যালন ডি’অর

করোনাভাইরাসের কারণে ইতহাসে প্রথমবারের মতো বাতিল করা হলো ব্যালন ডি’অর পুরস্কার। ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। ফলে প্রতি বছরের মতো এবার বসবে না ফুটবল জগতের সাবেক ও বর্তমান তারকাদের মিলনমেলা। 

ব্যালন ডি’অর পুরস্কারটি যারা দেয়, সেই ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ কাল জানিয়ে দিয়েছে করোনাভাইরাসের কারণে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক পাসকাল ফের বলেছেন, ‘২০২০ সালে পুরস্কারটি দেওয়া হবে না। এ বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইউরোপের বর্ষসেরা ফুটবলারকে এ পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। কিন্তু এবার করোনার কারণে ফুটবল বিঘ্নিত হওয়ায় সেরা পারফরমারকে বেছে নেওয়া সম্ভব নয় বলেই মনে করছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে সর্বশেষ ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন মেসি। যেটি ছিল তাঁর ষষ্ঠ ব্যালন ডি’অর ট্রফি জয়। জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো ট্রফিটি জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার।

ব্যালন ডি’অর পুরস্কার বাতিল করা নিয়ে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে দিয়েছে ফ্রান্স ফুটবল, ‘ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম পুরস্কারটি দেওয়া হচ্ছে না। কেন? কারণ এ বছরটি সাধারণ কোনো বছর নয়। শুধু খেলার বিষয়টিই নয়, ব্যালন ডি’অর পুরস্কার দিতে গিয়ে একজনের উদাহারণীয় চরিত্র, সংহতি ও দায়িত্ব নেওয়ার বিষয়গুলোও দেখা হয়। সারা বিশ্বের (পুরুষ ও নারী মিলিয়ে) আমাদের ২২০ জন বিচারক। করোনার এই সময়ে তারা অন্য বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে হয়তো খেলায় তেমন মনোযোগ দিতে পারেননি। তাদের পর্যবেক্ষণও তাই অন্য রকম হতে পারে। আমরা এটা চাই না।’

এএন/১০