সিলেট মিরর ডেস্ক
জুলাই ২১, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন
মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাহেদের এনআইডি ‘ব্লক’ করে দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাহেদের নাম সংশোধনে সার্টিফিকেট নিয়ে অভিযোগ রয়েছে। এনআইডি উইং সাহেদের এনআইডি ব্লক করে রেখেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর ফলে সাহেদ এই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কিছু করতে পারবেন না। তিনি অবশ্য এখন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ দৈনিক পত্রিকা খুলে তথ্য অধিদপ্তর থেকে যে অ্যাক্রেডিটেশন কার্ড নিয়েছিলেন, তাও ইতোমধ্যে বাতিল করেছে সরকার। এখন তার এনআইডিও আটকে গেল।
তিনি জাতীয় পরিচয়পত্রে সাহেদ করিম সংশোধন করে নিজের নাম মোহাম্মদ সাহেদ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টরা জানান, নাম সংশোধনে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, পাসপোর্টের কপি দেওয়ার পাশাপাশি বয়স সংশোধনে ‘ও লেভেল’ এর সার্টিফিকেট ব্যবহার করেছে।
রবিবার বিকেলে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানান, বিষয়টির তদন্ত হচ্ছে। সাহেদ বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের সনদ দিয়ে নাম পরিবর্তন করেছেন- এনআইডি মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে খোঁজ নিয়ে দেখব প্রকৃত ঘটনা কী। এরপর তদন্তে অভিযাগ প্রমাণিত হলে তার সংশোধিত এনআইডি বাতিল করা হবে।
সচিব জানান, এরপর সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
মিথ্যা তথ্য দেওয়ায় ইতোমধ্যে এমন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, শাস্তিও পেয়েছে তারা।
বিএ-১৬