সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাবার নিয়ে ‘জানালা’র সদস্যরা

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২১, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন



সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাবার নিয়ে ‘জানালা’র সদস্যরা

করোনা মহামারির সময়ে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেট জুড়ে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের জীবন বন্যায় বিপর্যস্ত। জেলার বিভিন্ন উপজেলায় ঘর থেকে বেরুনোর বাহন এখন নৌকা। মাথা গোঁজার ঠাঁই জলমগ্ন হওয়ায় অনেকে ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। যারা বসতবাড়িতে অবস্থান করছেন তারাও পড়েছেন নানামুখি সংকটে। এরকম সময় সুনামগঞ্জের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম জানালা’। আজ সোমবার (২০ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে জেলার ফতেহপুর ইউনিয়নের ১০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।  

সুনামগঞ্জের ফতেহপুর ইউনিয়নে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করছেন জানালার সদস্যরা। 

 

জানালার সভাপতি ইফতি সিদ্দিকী সিলেট মিররকে জানান, বন্যার্তদের মধ্যে পরিবার প্রতি খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৩ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিড়া, ৩ কেজি আলু, ১ কেজি লবণ, ২ লিটার তেল, ১ ব্যাগ স্যালাইন, নাপা ট্যাবলেট, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার।

খাদ্যসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শাহাপুরের সাতগাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের প্রভাষক শেখ এটিএম আজরফ, তাহিরপুর বাদাঘাট সরকারি কলেজের প্রভাষক শেখ মোশারফ হোসেন বাবলু। জানালার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ইফতি সিদ্দিকী, এবাদ খান, মুস্তাক নাদিম সানী, মঞ্জুর আহমেদ আরিফ, মারুফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ফতেপুর ইউনিয়নে সাম্প্রতিক দুবার বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে টিম জানালার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

এএফ/০৮