শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুলাই ২০, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ২০, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ উপজেলার ৭ নম্বর নুরপুর ইউনিয়নের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মুখলিছ মিয়া জামিনে মুক্তি লাভ করেছেন।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় হবিগঞ্জ জজ কোর্টে মুখলিছ মিয়ার পক্ষে জামিন প্রার্থনা করেন আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু ও অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
উল্লেখ্য, গত ১৩ জুলাই চেয়ারম্যান মুখলিছ মিয়া নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। তখন কোর্ট মুখলিছ মিয়াকে জামিন না দিয়ে হাজতে প্রেরণ করেছিলেন।
এসডি/বিএ-০৩